কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

সুজন পোদ্দার ঃ
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে উন্নীতকরণ। এবং এসডিজি এ উল্লেখিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অষ্টম পরিকল্পনায় (২০২১-২০২৫) মৎস্য সেক্টরে অর্জিতব্য প্রধান লক্ষ্যসমূহ নির্ধারণ করা হয়েছে। এসব লক্ষ্যসমূহ হচ্ছে, মাছের উৎপাদন ১১শতাংশ বৃদ্ধি করা, দৈনিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ ৬৪ গ্রাম নিশ্চিত করা, হিমায়িত চিংড়ি, মাছ ও ভ্যালু, অ্যাডেড মৎস্য পন্য রপ্তানি ১ লক্ষ্য মে. টনে উন্নীত করণ, বেকার ও যুব মহিলাদের জন্য অধিকতর কর্মসংস্থানের সৃষ্টি ও মৎস্য চাষে ২০-২৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, মৎস্যজীবীদের আয় ৩০ শতাংশ বৃদ্ধি করা, আন্তর্জাতিক বাজারে মাছ ও চিংড়ি সরবরাহের প্রতিটি ধাপে উত্তম চাষ ব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরার জন্য গৃহীত ব্যবস্থাপনা বাস্তবায়ন।
এসময় সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামসহ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১০:৫১)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১