বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

দিনাজপুর প্রাতনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ২৩ জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলা কমিশনার ভূমি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মাছে ভাতে বাঙ্গালী এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সারা দেশে মৎস্য উৎপাদনের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওসমান গণি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মনোরঞ্জন অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার  হিমেল চন্দ্র রায়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুর রহমান, নাজমুল ইসলাম মিলন, সিদ্দিক হোসেন, নিতাই সাহা লেলিন, তৌফিক মোঃ রেজা, দশরথ রায় বাবুল  তোফাজ্জল হোসেন, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ, মোঃ আব্দুল জলিল। সাংবাদিকদের জানান গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ অনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।
ক্যপশন – বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:২১)
  • ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১