হালদা নদী থেকে পাঁচ হাজার মিটার জাল জব্দ

 

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
দেশের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা থেকে গত দু’দিনে দু”টি কাতলা মাছ মরে ভেসে উঠেছে।মঙ্গলবার (২৬ জুলাই) সকালে মরে ভেসে উঠা ১২ কেজি ২৬০ গ্রাম ওজনের কাতলা মাছটি উদ্ধার করা হয়েছে গড়দুয়ার নয়াহাট অংশ থেকে।এই মাছটির দৈর্ঘ্য ৩ ফুট ২ ইঞ্চি,উচ্চতা ১ফুট।এর আগের দিন সোমবার সকালে রাউজান অংশের কাগতিয়া স্লুইচগেটের পাশ থেকে উদ্ধার করা মাছটির ওজন প্রায় ৯ কেজি ১০০ গ্রাম। মাছটির দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি,উচ্চতা ১০ ইঞ্চি।হালদা নদী ও মাছ নিয়ে গবেষণা করেন এমন বিশেষজ্ঞদের মতে দুটিই ব্রুড মাছ।হালদা গবেষক চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান ড. শফিকুল ইসলাম মনে করেন দুষণজনিত কারণে মাছের মৃত্যু হয়েছে।তিনি বলেন,হালদা নদীর বিভিন্ন অংশে ও শাখাখালে অবৈধভাবে বিভিন্ন ধরনের জাল, বড়শি,রাসায়নিক বিষ ব্যবহার করে প্রতিনিয়ত মাছ ধরা হচ্ছে।যা হালদা জলজ বাস্তুতন্ত্রের জন্য হুমকি।এমতাবস্থায় আমাদের জাতীয় সম্পদ হালদা নদীর বাস্তুতন্ত্রকে স্বাভাবিক অর্থাৎ মাছ, ডলফিন ও অন্যান্য জলজ প্রাণির নিরাপদ বাসস্থান গড়ার লক্ষ্যে ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি হালদা সম্পর্কিত সবাইকে আরো বেশি তৎপর হতে হবে।হালদা নদীর বাস্তুতন্ত্রের বর্তমান অবস্থা অর্থাৎ দূষণের মাত্রা জানতে হালদার পানি গুণাবলি পরীক্ষা করে দূষণের উৎস/স্থান নির্ণয় করা অতীব জরূরী মনে করেন তিনি।এদিকে গতকাল মঙ্গলবার সকাল থেকে হালদা নদীতে অভিযান পরিচালনা করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার। অভিযানে হালদার কছুখাইন পয়েন্ট থেকে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।এ প্রসঙ্গে ইউএনও আব্দুস সামাদ শিকদার বলেন,নদীর সর্তাঘাট থেকে হালদার মুখ মোহরা কালুঘাট পর্যন্ত অভিযান করে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জাল পুড়ে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৭:২৬)
  • ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১