শ্যামল সরকারঃবাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্বরণীয় করে রাখতে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরন করা হয়েছে। জানাযায়১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি ২৮ বছরে পদার্পণ করলো। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর থেকে করোনা সংক্রমণ রোধে জন সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ। তবে করোনার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির এবারের ব্যাপক কর্মসূচি গ্রহন করেছেন।স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে বৈশ্বিক করোনা মহামারির শুরু থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ভয়কে জয় করে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সারা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের কর্মীরা করোনায় মৃতদের গোসল, জানাজা ও সৎকার করেছেন। অসহায় কর্মহীন মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এছাড়াও মুজিববর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি, জামায়াত, হেফাজতের বর্বরোচিত হামলা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী সক্রিয় সক্রিয় ছিলেন। তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড, হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল সাড়ে এগারোটায় ক্ষুদে খেলোয়াড়দের মাঝে মিনামুল্যে ফুটবল ও ক্রিকেট ব্যাট প্রদান করেন। এ সময় ছোট ছোট ছেলেমেয়েদের আনন্দে মন ভরে উঠে।এসময় তার বিনামূল্যে বল ও ক্রিকেট পেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
প্রচ্ছদ » জাতীয়,লীড নিউজ,সারাদেশ » স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্ষুদেখেলোয়ার পেল ক্রিড়াসামগ্রী
আপডেট টাইম : বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২, ১৯৫ বার পঠিত

দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- শনিবার (সকাল ১১:৩০)
- ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
- ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
- ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)