ডেস্ক রিপোর্ট-চাঁদপুরের গুচ্ছগ্রামে অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ২৯ জুলাই বিকেলে স্কুল শিক্ষার্থী শিশুদের হাতে বই, খাতা ও কলম তুলে দেয়া হয় এবং অন্যান্য শিশুদের হাতে তুলে দেয়া হয় চিপস, কেক ও চকলেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, মহাপরিচালক রফিকুজ্জামান রণি, সহকারী পরিচালক ফেরারি প্রিন্স ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।
গত তিন বছরে প্রায় সাত হাজার মানুষের হাতে বই উপহার তুলে দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। বই উপহার কর্মসূচির পাশাপাশি আমরা অসহায় শিশুদের নিয়ে কাজ করি। এর আগে বেদে শিশুদের হাতেও আমরা শিক্ষা উপকরণ তুলে দিয়েছি। মূলত অসহায় পরিবারগুলোতে জন্ম নেয়া শিশুদের শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ বাড়াতে সাধ্যমতো কাজ করে যাচ্ছি।
আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্য তাদের নিয়ে যা করি এটা একেবারেই নগণ্য। তারপরও উৎসাহের অভাবে তারা যেন ঝরে না যায় মূলত সে কথা বিবেচনা করে ওদের কাছে ছুটে এসেছি।

ভবিষ্যতে এমন আয়োজন আমরা আরও করব। উৎসাহ পেলে এই শিশুরাও একদিন সমাজে অবদান রাখবে। এরাও একদিন মানুষের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ শেষে কবি মামুন রশীদ সম্পাদিত সাহিত্যের ছোট কাগজ ‘সংক্রান্তি’-এর মোড়ক উন্মোচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:৪১)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০