পিরোজপুরের হুলারহাট বন্দরের ৪ জন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে তেলের ব্যারেল চুরি: থানায় অভিযোগ

 

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে হুলারহাট বন্দরের ৪ জন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে তেলের ব্যারেল চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে হুলারহাট বন্দরের ব্যবসায়ীদের দোকানের সামনে থেকে ভোজ্য তেল ও জ¦ালানী তেল ভর্তি ১১টি ব্যারেল চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছে ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান রাত আনুমানিক ৪টার দিকে হুলারহাট বন্দরের ৪ জন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে ভোজ্য তেল ও জ¦ালানী তেল ভর্তি ব্যারেল কয়েকজন একটি পিকাপে করে এসে তুলে নিয়ে চলে যায়। এসময় ৪ জন ব্যবসায়ীর ১১ ব্যারেল ভোজ্য তেল ও জ¦ালানী তেল চুরি হয় যার মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা বলে অভিযোগ করেছেন।

পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর নজরুল ইসলাম সিকদার জানান, রাত আনুমানিক ৪টার দিকে একটি পিকাপে করে কয়েকজন এসে তেলের ব্যারেল তুলে নিয়ে চলে যায়। বন্দরে টহল পুলিশের নজরদারীর অভাব রয়েছে। বন্দরের ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ করেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো: মানুদুজ্জামান মিলু জানান, এবিষয়ে একটি লিখিত বক্তব্য পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ৭:৩৮)
  • ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১