ঠাকুরগাঁওয়ে এক নারীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিদিন: বিয়ের ৩ মাসের মাথায়
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাহাত বস্তি গ্রামের নববধু বিথির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তি গ্রামের মনির উদ্দিনের ছেলে মামুন (২৪) এর সাথে একই উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামের মৃত তোজাম্মেল হকের মেয়ে তাজমীন আক্তার বিথির সাথে পারিবারিকভাবে ৩ মাস আগেই তাদের বিবাহ সম্পন্ন হয়।
বিয়ের পর থেকেই মামুনের পরিবারের সাথে বাকবিতন্ডা লেগেই থাকতো বিথির।
সোমবার দুপুরে মামুনের বাড়ীর শয়নঘরে উড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
স্বজনদের দাবি তাজমিন আক্তার বিথিকে মারপিট করে অমানষিক নির্যাতন করে মারা হয়েছে।
বিথির এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে।
উপজেলার ৭নং আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডংগা বলেন- আমি এসে ঝুলন্ত লাশ দেখতে পাই কি ঘটনা ঘটেছে তা আমি জানি না খোঁজখবর নিচ্ছি।
এই বিষয়ে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইন-চার্জ খায়রুল আনাম জানান লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এটার পেছনে যে দোষী হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ১১:০৫)
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০