৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এমডিএমঃ ববি হাজ্জাজ

 

প্রেসবিজ্ঞপ্তিঃ

৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এমডিএমঃ ববি হাজ্জাজ

আজ ৩রা আগষ্ট, ২০২২ইং রোজঃ বুধবার বিকাল ৪টায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সহযোগি সংগঠনের সমন্বয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলীয় কর্মসূচি বিস্তারের উদ্দেশ্যে এই যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে জনাব ববি হাজ্জাজ বলেন, “রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার কোন বিকল্প নেই। জাতীয় ইস্যুতে ঐক্যমত সৃষ্টির লক্ষে এনডিএম ধারাবাহিকভাবে বিরোধী সব রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করছে। নিরপেক্ষ নির্বাচন এবং ভিন্নমত দমনের অপকৌশলের বিরুদ্ধে এনডিএম’র সাথে যুগপৎ কর্মসূচি পালনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আগ্রহ দেখিয়েছি। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের বৃহত্তর শক্তির ঐক্য নিয়ে আমরা কাজ করছি৷ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএম। আগামী জানুয়ারিতে দলের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই লক্ষে দলের সব নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।”

এসময় আরও বক্তব্য রাখেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক মোঃশাহাদত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুসেইন মোঃ শাহাদাৎ, ছাত্র আন্দোলনের আহবায়ক মাসুদ রানা জুয়েল প্রমুখ।

বার্তা প্রেরক

মোমিনুল আমিন

যুগ্ম মহাসচিব, এনডিএম

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৪:৫৬)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০