নিউজ ডেস্কঃ
তাইওয়ানের উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে পিংটান দ্বীপের ওপরে চীনের বিমান উড়তে দেখা গেছে। বিমানগুলো মিসাইল বহন করছিল বলে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।
দ্বীপটির পর্যটকরা দূরবীন দিয়ে বিমানের মহড়া পর্যবেক্ষণ করছিল বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।