মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনে উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মজয়ন্তী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মজয়ন্তীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশন (ভ‚মি) শামীমা আক্তার জাহান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি,দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভুইয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মÐল, প্রধান শিক্ষক তোজাম্মেল হক, প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী,জেলা ক্যাবের সদস্য মাসউদ রানা প্রমুখ। এতে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তথ্য আপার উদ্যোগে গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদানসহ উপজেলা পরিষদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: