নিউজ ডেস্কঃ
শ্রাবণ পেরিয়ে ভাদ্র চলছে, তবু নেই বৃষ্টির দেখা। সূর্যের প্রখর তাপে পুড়ছে চারপাশ। ভাদ্রের আকাশে নেই মেঘ। বেশ কিছুদিন ধরেই ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়েও কম বৃষ্টি হয়েছিল। এ মাসে সাগরে লঘুচাপের কারণে কয়েক দফা বৃষ্টি হলেও কমেনি গরম। এ অবস্থায় বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ নিয়ে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছে শেষ দশ দিনে । এবারের লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। এতে আগামীকাল শনিবার থেকে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তীব্র গরম।