২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোঃ হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ

 

২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে হাতিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৫টায় নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এ সভায় নেতারা গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক সাংসদ ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলি। বক্তব্য রাখেন আ’লীগের সদস্য মহিউদ্দিন মিষ্টু, যুবলীগের আহবায়ক শাহ্ আজিজুর রহমান মিরাজ, বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান, জেলা যুবলীগের সদস্য আমিনুল হক ইকবাল, শ্রমিক লীগের সভাপতি আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের আজকের ঐদিনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা চালানো হয়। তাদের উদ্দেশ্যে ছিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণে মেরে ফেলে দেশে একনায়ক তন্ত্র কায়েম করা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১:৩০)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১