নিখোঁজের ৪দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

সুজন পোদ্দার, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
কচুয়ায় নিখোঁজের ৪দিন পর ৫৫ বছর বয়সী আঃ জব্বার নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জোহর আলীর ছেলে আঃ জব্বারের অর্ধগলিত লাশ প¦ার্শবর্তী বিল থেকে উদ্ধার করা হয়।
নিহতের ছেলে শাহপরান ও শাহজালাল জানায়, ১৭ আগস্ট রাত ৮টার পর বাবা বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও বাবা বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুজি করি।
রবিবার সকাল ৯টায় বাড়ির পাশের বিলের মধ্যে হাসেম নামের স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গেলে অর্ধগলিত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও আমাদের খবর দেয়। পরে সেখানে গিয়ে আমরা বাবার লাশ দেখতে পাই এবং থানা পুলিশকে অবহিত করি।
সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মহিউদ্দীন ও পিবিআইসহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৭:৩৩)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০