তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে বিশ লিটার দেশীয় চোলাই মদসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় আটককৃত মহিলা আসামির বাড়ি থেকে তল্লাশি চালিয়ে বিশ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা হলেন, তানোর পৌর এলাকার আমশো আদিবাসী পাড়ার সুনিল সরেনের স্ত্রী সেলিনা সরেন(৪০) ও সরনজাই ইউপির লবলবী গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আয়নাল হক(৩৬)। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান,আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সারোয়ার হোসেন