নিউজ ডেস্কঃ
চাঁদপুর পৌরসভা ও ইউএনডিপির যৌথ উদ্যোগে পুরানবাজার ১নং ওয়ার্ড মধ্যশ্রীরামদী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যার্টারটন ডিকসন।
এসময় উপস্থিত ছিলেন,প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব মোঃ মাসুম পাটোয়ারী ও ইউএনডিপির উপ আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন।
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রিটেনের হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব মোঃ মাসুম পাটোয়ারী ও ইউএনডিপির উপ আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌরসভার সচিব ও প্রধান নির্বাহী আবুল কালাম ভূঁইয়া, নির্বাহী পরিচালক এএইচএম শামসুদ্দোহা, ইউএনডিপির টাউন ম্যানেজার আব্দুল হান্নান,পৌর কাউন্সিলর আব্দুল মালেক শেখ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম, বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দন, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি নাজমা আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ খান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল হাওলাদার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মোবারক হোসেনসহ উপকার ভোগী পরিবারের সকল পর্যায়ের সদস্য বৃন্দ।
যৌথভাবে সভা পরিচালনা করেন সিডিসি টাউন ফেডারেশনের ফাতেমা আক্তার ও বিউটি বেগম।