তানোরে ইউপি আ’লীগের উদ্যোগে শোক দিবস পালন  

তানোর প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনে পুনরায় সরকার গঠন করতে হলে ঐক্য বদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই, সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্য বদ্ধ হতে হবে, কারন আগামীর নির্বাচন চ্যালেন্জিং, এজন্যই কে কি পেলাম আর পেলাম না সেটা নিয়ে ঘরে বসে থাকার সময় নেই। দেশের স্বার্থে স্বাধীনতা রক্ষার স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। কোন কারনে  শেখ হাসিনা সরকার না থাকলে আবার দেশে জঙ্গি বাদ কায়েম হবে, আর এটাই বাস্তবতা। দেশে এখন মুশতাকের অনুসারীরা আওয়ামী লীগ কে ধ্বংস করতে নানা পরিকল্পনা করছেন। মহামারী করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বের মোড়ল দেশগুলো অর্থনীতিতে তাল মাতাল, তারাও কিভাবে এই মন্দা থেকে মুক্তি পাওয়া যায় সে চিন্তায় বিভোর। আর আমাদের সরকার প্রধান বঙ্গ কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রামীণ দরিদ্র অসহায় মানুষের জন্য প্রতি মাসে ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, অল্প মুল্যে দেশের প্রায় এক কোটির বেশি পরিবার কে বিশাল ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া, সিটি করপোরেশন ও পৌর এলাকার জন্য ওএমএসের চাউল এবং গ্রামীণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিগত কয়েক বছর ধরে দশ টাকা কেজিতে চাউল বিক্রি। অবশ্য এবার সেটাকে ১৫ টাকা কেজি ধরে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল কিনতে হবে। এতকিছুর পরও আপনারা যদি আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষে না থাকেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার দেখবে।  জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ওমর ফারুক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। রোববার বিকেলের দিকে তানোর উপজেলার বাধাইড় ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও  ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে এ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক , চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান,পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,কামারগাঁ ইউপির চেয়ারম্যান সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, মুন্ডুমালা পৌর সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন আমিন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন মুন্টু, শিক্ষক জিল্লুর রহমান, রাম কমল সাহা, জেলা সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি, সম্পাদক মাহাবুর রহমান মহান,  উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল,উপজেলা সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমরান হোসেন  প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে জাতির কল্যাণে দেশ ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনাসহ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:১৮)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০