রাউজানে এক রাতেই দৃর্বৃত্তের তাণ্ডবলীলায় আতংক সাধারন মানুষ

 

শাহাদাত হোসেন, রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে এক রাতে সংগঠিত হয়েছে কয়েকটি ঘটনা।এরমধ্যে রাউজান কাগতিয়া বাজারে আগুনে পুড়েছে চারটি দোকান।স্থানীয় ও বাজার ব্যবসায়ী রাজিব চৌধুরী জানায়,শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হলে আগুন নেভাতে চেষ্টা করে ব্যবসায়ীরা।রাউজান ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থল এসে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে দৃর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।এতে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।এদিকে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা শচীন দাশগুপ্ত সড়কের নাম ফলক ভাঙচুর,একটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর, সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের তোরণের আংশিক অংশ,গভীর নলকুপ,একটি ঘরের জানালার কাচ ভাংচুর ও আগুন দিয়ে শুকনা ঘাষের গাদা জ্বালিয়ে দিয়েছে দুবৃত্তরা। ২৮
আগস্ট রবিবার দুপুরে রাউজান রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্তসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন কালে এলাকার বাসিন্দা সুমন দাশ গুপ্ত বলেন,গত একমাস পুর্বে রক্ষাকালী মন্দিরের দানবাক্স ভেঙ্গে দানবাক্সের মধ্যে থাকা টাকা চুরি করে নিয়ে যায়।পূবেই রক্ষাকালী মন্দির থেকে একটি মুর্তি চুরি করে নিয়ে যায়।রাউজান পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত বলেন,ঘটনার ব্যাপারে রাউজান থানার মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন,ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ঘটনার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।হঠাৎ রাতেই দুবৃত্তদলের তান্ডবলীলায় এলাকায় সাধারন মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (ভোর ৫:১২)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১