বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন স্থান পরিদর্শন করেছেন পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক

 

পিরোজপুর প্রতিনিধি :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন স্থান পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক। আজ শুক্রবার সকালে বহুল প্রতিক্ষিত পিরোজপুরের কঁচা নদীর উপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনী স্থান ও আশেপাশের জায়গা পরিদর্শন করেন মেয়র মালেক।

এসয় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমী হোসেন মাঝি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সানা উল্লাহ সানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম প্রমুখ।

এসময় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, এখন শুধু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় সেতুটি নির্মান করা সম্ভব হয়েছে। এ সেতুটি চালু হলে বরিশাল ও খুলনা হয়ে যশোর সাতক্ষীরা বেনাপোলের সাথে ফেরীবিহীন সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হবে। মানুষের ভোগান্তির অবসান হবে, অর্থনৈতিক ভাবে এলাকার উন্নয়ন হবে। সেতুটি আগামী ৪ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে আমাদের দিক নির্দেশনা দিবেন শুধু তারই অপেক্ষায় আমরা পিরোজপুরবাসী।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:৫৭)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১