রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে অবৈধ অস্ত্রসহ সিরাজদৌলা
প্রকাশ সিরাজ(৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।সেই উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নং ওর্য়াডের মগদাই গ্রাম হাজী খলিলের বাড়ির মৃত মহব্বত আলীর পুত্র।তিনি ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের ৬নং ওর্য়াডের করিমুল্লাহর সেনটারীর দোকানের উত্তর পাশে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি দোনলা বিশিষ্ট বন্দুক (এলজি) ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হরুন জানান, সিরাজে বিরুদ্ধে থানায় অস্ত্র, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, জালিয়তি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেসহ ৭টি মামলা রয়েছে। অস্ত্র আইনে তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।