মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সাবেক সফল, প্রবীন রাজনৈতিকবীদ আলহাজ্ব জয়দল আখন্দ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার ১৬ সেপ্টেম্বর রাত ২ঃ১০ মিনিটে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।
দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে গার্ড অব অনার দেয়া হয়।
হাইমচর উপজেলা সহকারি ভূমি কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল এর নেতৃত্বে হাইমচর থানা পুলিশের একটি চৌকশ দল তাঁকে এ গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে জানাজা নামাযে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জয়দল আখন্দ এর ছোট ছেলে মো. মোশারফ হোসেন
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশার, হুমায়ুন পাটওয়ারী, শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সদস্য জি এম আতিকুর রহমান সুমন, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম, বীর মুক্তিযোদ্ধা বারেক বকাউল, ডেপুটি কমান্ডার হাফিজ পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, দক্ষিণ আলগী ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাস্টার, নীলকমল উবির শিক্ষক, মাও, আবু ইউসুফ, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, সাবেক ছাত্র নেতা ফখরুল উদ্দিন আলী আহমেদ, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আলী রাজা পাটওয়ারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (লিটন) ইউপি সচিব মোহাম্মদ জসিম উদ্দিন রনি, বিল্লাল হোসেন, চান্দ্রা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
বিশিষ্ট সমাজ সেবক মোঃ খোরশেদ আলম মিন্টু প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেনী পেশার মানুষ
জানাজায় অংশগ্রহন করেন,
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়দল আখন্দ তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮৫ বছর , বাবা, মা, স্ত্রী ও ২ পুত্র ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
মরহুমের জানাজার নামাযের ইমামতি করেন আলগী বাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী।।