শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখার উদ্যোগে মাসিক রুহানি সংলাপ,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সংযুক্ত আরব আমিরাত দুবাইস্থ অত্র সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আলী।সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আইয়ুব আলীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মুহাম্মদ আবদুল্লাহ আল হাসান সুমন,নাতে রাসুল( সাঃ) পরিবেশন করেন মোঃ হোসেন আলী,শানে গাউসুল আজম পরিবেশন করেন মুহাম্মদ আলি আকবর। সাগত বক্তব্য রাখেন এম এ মুরাদ।বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আহমদ উল্লাহ চৌধুরী,
মোহাম্মদ শাহাজাহন,নুরুল আবছার,মোহাম্মদ হেফাজত,মোহাম্মদ আবু কালাম,মহিউদ্দিন,সৈয়দ রবিউল হুসাইন,মোহাম্মদ সলাউদ্দীন,সিকদার, সলাউদ্দীন শরিফ,মোহাম্মদ বাদশা,মোহাম্মদ নেছার,মোহাম্মদ নূরউদ্দিন, সাইফুল ইসলাম,কাজী লোকমান,ফারুক,মরমী শিল্পী আবু জাহেদ ফোরকান,মুকতার হোসেন মাসুদ,মোহাম্মদ আনিস,মোহাম্মদ মাসুদ,ওসমান,মোহাম্মদ রফিক, আজম,রাকিব।জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন সৈয়দ নাছির উদ্দীন কাওয়াল।মিলাদ কিয়াম ও মোনাজাত করেন এম এ মুরাদ।পরে শিল্পী সৈয়দ নাছির উদ্দীনকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।