শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ রাউজানের কদলপুর এলাকার হাফেজ বজলুর রহমান সড়কের পাশে ভোমর ঢালা খালের একটি ব্রীজের গোড়ালী ঘেঁষে খালের পাড় কেটে স্থানীয় এক ব্যক্তি নির্মাণ করছে পাকা বাড়ি।সরোজমিনে গিয়ে দেখা যায়, মীর বাগিচার দক্ষিণ পাশে আবিদুল হক নামে এক ব্যক্তি ঘর নির্মানের লক্ষ্যে এই কাজ করছে। এ ব্যাপারে আবিদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এলাকার বাসিন্দা ফরিদুল হকের কাছ থেকে ভোমর ঢালা খালের পাশে জমি ক্রয় করেছি। এই জমিতে বাড়ি করার জন্য কদলপুর ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিয়ে ঘর নির্মানের কাজ করছি।আমি খালের পাড় কাটছি না ও খালও ভরাট করছিনা।এই ব্যাপারে কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্থানীয় মেম্বারকে ফোন করে বিষয়টি নিশ্চিত হয়ে ব্যবস্থা নিতে বলেছি। স্থানীয় ইউপি সদস্য শওকত উদ্দিন চৌধুরী বলেন, এটা কৃষি জমি নয়, বাগান শ্রেনীর জমি। আমরা ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি দেওয়া হয়েছে।আবিদুল হক খাল দখল করে ঘর নির্মান করছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন,ঘর নির্মাণে ইউনিয়ন পরিষদের অনুমতি দেওয়ার এখতিয়ার নেই।খালের জায়গায় ভরাট ও খালের পাড় কেটে ঘর নির্মান কারীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।জানা যায়,ভোমর ঢালা খালটি ১৪ থেকে ১৬ ফুট প্রশস্ত হলেও বর্তমানে ৪ফুট থেকে ৩ ফুট হয়ে নালায় পরিণত হয়েছে।পাহাড়ি এলাকা থেকে এ খালটি শুরু হয়ে হালদা নদীর সাথে মিলিত হয়।