ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ায় করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। একদিনেই বগুড়ায় ৫৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৪জন পুলিশ ও ১জন আইনজীবী রয়েছেন। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় ৪৫, সারিয়াকান্দিতে ১, শাজাহানপুরে ১ গাবতলীতে ৩, শেরপুরে ৫, ধুনটে ১ ও আদমদীঘিতে ১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্যরা বগুড়া সদর ও ফুলবাড়ী ফাঁড়িতে কর্মরত। এনিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৪৯জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৩৩ জন। মারা গেছেন ১জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় বগুড়া শজিমেকে ১৭৬ ও টিএমএসএসে ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে শজিমেকে ৪৭ ও টিএমএসএসে ১০ জন করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৪৯জন। এরমধ্যে সুস্হ্য হয়েছেন ৩৩জন। মারা গেছেন ১জন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান, যে হারে করোনা রোগী সংখ্যা বাড়ছে তাতে পরিস্থিতি ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি আরও বেশি খারাপের দিকেই ধাবিত হতে পারে।
আপডেট টাইম : মঙ্গলবার, জুন ২, ২০২০, ২৫২ বার পঠিত