রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার উদ্যোগে মহান ২৬ই আশ্বিন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)এর ৩৪তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাদে এশা রাউজান পৌর ৮নং ওয়ার্ডের ডাক্তারখানা এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সৈয়দ আলমগীর। প্রাধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম।বিশেষ বক্তা ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম।সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য এস এম মহিবুল্লাহ্,আব্দুল মালেক সওদাগর, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ,সমন্বয়কারী আবু মো: আক্কাছ উদ্দিন মানিক,সাদিকুজ্জামান শফি,জসিম উদ্দিন,রাশেদ তালুকদার,মাওলানা মহিম উদ্দিন,মোরশেদুল আলম,নুরুল আলম, খোরশেদ আলম মানিক,তানভীর আকবর চৌধুরী, জাহাঈীর আলম।পরে ছেমা মাহফিল পরিবেশন করেন মরমী শিল্পী জয়নাল আবেদীন।মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
আপডেট টাইম : শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২, ১৯০ বার পঠিত
