বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুরের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদকঃ

বুধবার ২৮ সেপ্টেম্বর বিকেল চারটায় লেডি দেহলভি স্কুলে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে প্রায় সত্তরজন বয়ঃসন্ধিকালের নারী শিক্ষার্থীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। লেডি দেহলভি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আবু সায়েমের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের সভাপ্রধানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানীয় উপসচিব (ডাকবিভাগ) জনাব হরিদাস ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের উপ-পোস্ট মাস্টার জেনারেল জনাব মোজাম্মেল হোসেন, লেডি দেহলভি স্কুলের প্রধান শিক্ষক জনাব ইলিয়াস মিয়া এবং ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, নারীনেত্রী মাহমুদা খানম, আওয়ামী লীগ নেত্রী শামীম আরা মুন্নী। আবৃত্তি করেন সহ-সভাপতি খোদেজা মাহবুব ও সংগঠনের আবৃত্তি শিল্পী তাশফিয়া ফাহমি। উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সমবায় কর্মকর্তা জনাব মোতালেব খান,সংগঠনের উপদেষ্টা মীরা রায় চৌধুরী, সহ-সভাপতি জোহরা বেগম রুমা, কোষাধ্যক্ষ ফাতেমাতুজ জোহরা, দপ্তর সম্পাদক অনন্যা দাস, কার্যকরী সদস্য মুজিব আহম্মেদ,আবৃত্তি দাস এবং ইশা দাশ। অনুষ্ঠানের শুরুতে উক্ত বিদ্যালয়ের ছাত্রীদের মধ্য থেকে তিনজন জননেত্রী শেখ হাসিনার জীবনের ওপর আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১১:০৮)
  • ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১