বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে ধর্ম পালনের সমান সুযোগ দিয়েছে-ভারতীয় হাইকমিশন অদুদ রাহা

 

রাউজান প্রতিনিধি:
ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি অদুদ রাহা বলেছেন, বিভিন্ন গোষ্ঠীর ভেতরে জাতি, ধর্ম ও ভাষার পার্থক্য থাকলেও বাংলাদেশে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান কখনো বিঘ্নিত হয়নি। ৯০ ভাগ মুসলমানের দেশে হিন্দু, খিস্ট্রান, বৌদ্ধ ও অন্যান্য কিছু ধর্মের লোকজন সম্প্রীতি,শান্তি,পারস্পারিক শ্রদ্ধাবোধ এবং সম্মান্যের মধ্য বসবাস করছেন। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের বসবাস ও ধর্ম পালনের সমান সুযোগ ও নিরাপত্তা দিয়েছে।
মঙ্গলবার(৪অক্টোবর) বিকালে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির রাউজান গহিরাস্থ গ্রামের বাড়িতে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝাহকে ফুলেল শুভেচ্ছা জানান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।এসময় এমপি ফজলে করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ও আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা নীতির কারণে বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি, বন্ধুত্ব এবং সম্প্রীতি বিরাজমান।রাতে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝাহ রাউজানের বেশ কয়েকটি পুজামন্ডপ পরির্দশন করেন।এ সময় উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি কাজী ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী,চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৯:২৬)
  • ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১