পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস বিফিং

 

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের প্রেসব্রিফিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

প্রেসব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায় এর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আমীনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ সহ আরো অনেকে।

প্রেসব্রিফিং এ বলেন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্দিশ্য হচ্ছে বিভিন্ন বিষয় উদ্ভাবনী বিষয়গুলোকে প্রদর্শন করা। সরকারের ডিজিটাল কার্যক্রম জণসাধারণের মধ্যে তুলে ধরা। এদের মধ্যে যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টর, প্রশাসনের ই সেবা কেন্দ্র, অনলাইন জিডি, অনলাইনে জমির মিউটেশনের আবেদন করা, অনলাইনে ভর্তির আবেদন করা, অনলাইনে চাকুরীর আবেদন করা সহ বিভিন্ন অনলাই সেবার কার্যক্রমের সহ বিভিন্ন উদ্ভোবনী বিষয় তুলে ধরা হবে। এসব সেবার মান আরো আধুনিকী করণ এর জন্য ডিজিটাল উদ্বোধনী মেলার আয়োজন করা।

আগামীকাল শুক্রবার সকাল ০৯ টায় দুই দিন ব্যাপী পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম.রেজাউল করিম এমপি। মেলায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উদ্যোক্তা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও অর্ধ শতাধিক স্টল মেলায় অংশগ্রহণ করবে। আগামী ১৯ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপনী সম্পন্ন হবে।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ৪:৩৭)
  • ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১