রাউজানে সর্তা খালে বাঁশের ছালি করে কাঠ পাচার

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে সর্তা খালের জল পথে প্রতিদিনি লাখ লাখ টাকার কাঠ পাচার করছে পাচারকারী চক্রের সদস্যরা। সূত্রে জানা গেছে, পার্বত্যঞ্চলের বিভিন্ন বনায়ন থেকে নিধন করা কাঠ সর্তার খালের জল পথে বাঁশের ছালি করে এনে স্তুপ করে গহিরা কালাচাদ চৌধুরী হাটের করাত কল গুলোতে। সেখান থেকে দ্বিতীয় দফায় করাত কলে সাইজ করে রাতের আঁধারে চট্টগ্রাম শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক ভর্তি করে পাচার করেন কাঠ ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা।এসব কাঠের মধ্যে রয়েছে সেগুন, গর্জন, গামারী, কড়াই ও আকাশী মনি গোলা কাঠ।জল পথে আসা প্রতি কাঠ ভর্তি বাঁশের ছালি ১৫০টাকা, বাঁশের ছালি ৫০টাকা আর কাঠ ভর্তি প্রতি জীপ ৫০০টাকা করে কাঠ ব্যবসায়ী সমিতিকে দিতে হয় বলে জানা গেছে।সেই টাকা দিয়ে অবৈধ কাঠ ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা বন বিভাগ, পুলিশকে মাসোহারা দিয়ে অবাধে কাঠ পাচার করছে। বনবিভাগ জেনেও কোন অভিযান পরিচালনা করে না।নিরব ভূমিকা পালন করছেন তাঁরা।এবিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগ হাটহাজারী রেঞ্জ, সর্তা বিট কর্মকর্তা এস.এম কাওছার হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতের আঁধারে কাঠ পাচারকারীরা সর্তা দিয়ে বাঁশের ছালি করে কাঠ পাচার করে থাকেন।সেনাবাহিনী বিভিন্ন সময় অভিযান চালিয়ে সর্তা থেকে কাঠ পাচারের কাঠ জব্দ করে।স্থানীয় প্রশাসনকে নিয়ে কাঠ পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১:৪১)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১