কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ: পুঠিয়ার মেয়র বরখাস্ত

নিউজ ডেস্কঃ

রাজশাহী পুঠিয়ায় নারী কেলেঙ্কারির ঘটনায় পৌর মেয়র এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত নিদের্শনা পত্রটি সম্প্রতি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

গত ২২ নভেম্বর স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত পত্রে বলা হয়েছে, পৌরসভার আইনে ২০০৯-এর ৩১(১) ধারা অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত হওয়ায় আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তের অনুলিপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব রাজশাহী জেলা প্রশাসক মেয়র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে পৌরসভার সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, মেয়র বরখাস্ত হয়েছেন বিষয়টি আমি লোকমুখে শুনেছি। এখনো আদেশের কপি আমাদের নিকট পৌঁছায়নি।

উল্লেখ্য, পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান পৌরসভায় চাকরি দেওয়ার নামে পুঠিয়া সদর এলাকার এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মেয়রের নামে থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা নং-৬, তারিখ : ০৫-০৯-২০২২ ইং। এ ঘটনায় পুলিশ পলাতক মেয়রকে গত ৭ সেপ্টেম্বর বরগুনা জেলার একটি স্থান থেকে গ্রেফতার করেন।

যুগান্তর

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:৩৮)
  • ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১