বগুড়া-১ শুন্য আসনে উপনির্বাচনে আওয়ামিলীগের গন সংযোগ বিএনপির বর্জন

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ায়- ১ আসনের উপ-নির্বাচন(সারিয়াকান্দী- সোনাতলা)বিএনপি বর্জন করলেও আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকায় চড়ে যমুনার চরাঞ্চলে ভোট চেয়ে গণসংযোগ করেছে। ১৮ জানুয়ারী বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেলে শুন্য আসনের উপনির্বাচন ঘোষনা করা হয়। ২৯ মে নির্বাচন হওয়ার দিনক্ষণ থাকলেও করোনার কারণে সপ্তাহ খানেক আগে তা স্থগিত হয়ে যায়। বি এন পি’র প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির জানান, রবিবার বিকেলে নেতা কর্মীদের সাথে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় নির্বাচন বর্জনের। কারণ হিসেবে জাকির বলেন, করোনা মহামারী এবং ভয়াবহ বন্যায় এখন ভোটের কোন পরিবেশ নেই। করোনার সময়ে গনসংযোগ, সভা, প্রচারনায় যদি জনগণ করোনায় আক্রান্ত হয় এবং মারা যায় এর দায় কে নিবে ? ভোট আগে না মানুষের জীবন আগে এ প্রশ্ন রেখে তিনি বলেন, সংসদে পাশ করে কিংবা উচ্চ আদালতের আশ্রয় নিয়ে নির্বাচন পিছানো যেতো। করোনা তো আছেই তারপরও এই আসনের অধিকাংশ ভোটার চরাঞ্চলে বাস করে। বন্যায় ভাসছে তারা। এখন তাদের ত্রান ও পুনর্বাসন প্রয়োজন। বন্যার পানিতে জনগণকে ভাসিয়ে, না খেয়ে রেখে ওই সংসদে যাওয়ার মানসিকতা আমার এবং আমার নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেই। আসলে আওয়ামীলীগের প্রার্থীকে বিনা ভোটে জেতানোর একটা কৌশল মাত্র। তবে নির্বাচন পিছিয়ে দিলে অবশ্য ভোটে যাবো। সারিয়াকান্দি আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মতিউর রহমান মতি বলেন, নির্বাচনের তারিখ ঘোষনা হওয়ায় রবিবার যমুনার চরাঞ্চলের কাজলা, চালুয়াবাড়ীসহ বেশ কিছু এলাকায় নৌকা যোগে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছি। ইসি নির্বাচনের তারিখ ঘোষনা করেছে। আমরা মাঠে নেমে পড়েছি। কে ভোট করলো কিংবা করলো না তা আমাদের দেখা বিষয় নয়। বিএনপি পরাজয় দেখে হয়তবা বর্জনের কৌশল নিয়েছে। ওটা তাদের বিষয়। মানুষ উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (ভোর ৫:৩৯)
  • ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১