চাঁদপুরে বিনামূল্যে দুঃস্থ  ১০০০ মানুষের চিকিৎসা সেবা, চক্ষুসেবা ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর পুরান বাজার এলাকায় মধুসূধন উচ্চ বিদ্যালয়ের মাঠে  ১৩ই জানুয়ারি ২০২৩ শুক্রবার ফেইথ বাংলাদেশ , এম, খান ফাউন্ডেশন , উইমেন্স ইম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন, ইনার হুইল ক্লাব অফ ঢাকা ওয়াসিস, প্রতিধ্বনি, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, অরবিস ইন্টারন্যাশনাল, মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হসপিটাল(চাঁদপুর),

বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা, ব্রাইটার লাইফ স্কুল, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি এবং গ্রীন বাংলা নিউজ এর যৌথ আয়োজনে দুঃস্থ  ১০০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, শীতবস্ত্র বিতরণ ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম বলেন, ‘আমরা সারা দেশেই নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ প্রায় এক হাজার মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ দিচ্ছি।’

‘পাশাপাশি শীতার্তদের জন্যও আমরা ভালো মানের কম্বল দিচ্ছি। ভবিষ্যতেও যাতে মানুষের জন্য এভাবে কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।’

এ সময় কৃষি ব্যাংক চাঁদপুরের এ জি এম আরসাদুজ্জামান, চাঁদপুর সদর হাসপাতালে এডি ডাঃ পলিন, পুরানবাজার এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন, জয়ধ্বনি বিদ্যাতয়ন এর প্রতিষ্ঠাতা তাপসি ভৌমিক, জয়ধ্বনি বিদ্যায়তনের অধ্যক্ষ সুূদিপ তন্ময়,ইনার উইল ক্লাব চাঁদপুর জেলার প্রেসিডেন্ট মাহমুদা খান,

বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান,  ভাইস প্রেসিডেন্ট মিতু আক্তর,  পুরান বাজার পুলিশ ফাড়ির এ এস আই মোঃ আলী, টাউন ফেডারেশনের সভাপতি নাজমা আলম, গ্রীন বাংলা নিউজের সম্পাদক আশিক খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:৩৩)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১