চিলমারী নদী ভাঙ্গন পরিদর্শন করলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী- জাহিদ ফারুক

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট টি বাঁধসহ বিভিন্ন নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ জাহিদ ফারুক। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না। ভাঙ্গন প্রতিরোধে কাজ চলামান রয়েছে এবং ভাঙ্গন রোধে কাজ চলবে। খুব দ্রুত নদটির ভাঙ্গন সমস্যা দূর করা হবে বলে জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ জাহিদ ফারুক। তিনি আরও বলেন, ‘উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে হবে। এছাড়া ও এ সময় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলনে, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওয়ান) মোঃ রমজান আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জেলার বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১:৫৭)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১