পাবনার বেড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত ১, আহত ১০ জন

জাহিদুল ইসলাম নিক্কন:পাবনার বেড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।বিদেশে লোক পাঠানোর কথা বলে নেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তোতা ব্যাপারী (৬০) নামের ১জন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়,শুক্রবার (৭ জানুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার চর সাফুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তোতা ওই গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে, আহতরা হলেন- আব্দুল আজিজ, রুশনাই খাতুন, জিয়া ব্যাপারী, বছির উদ্দিন, মজিবর রহমান, আরিফ হোসেন, রমজান আলী।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, দেড় বছর আগে এই গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বেধেঁ যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে ডাক্তার মৃত ঘোষনা করে চিকিৎসক।তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে উদ্দেশ্যে অভিযানে নেমেছে পুলিশ বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৯:৫০)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১