ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক:
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার (১৯ নভেম্বর) ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। হার দিয়ে শুরু করা অজিরা আসরে শেষ পর্যন্ত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। ভারতের ছুড়ে দেয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করে ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্যাট কামিন্স বাহিনী। পুরো আসরে রাজত্ব করে আসা ভারত যেন ফাইনালে নিজেদের ছন্দ হারিয়ে ফেলে।

এর আগে ব্যাট করতে নেমে ২৪১ রানের টার্গেট ফাইনালের জন্য কিছুটা কমই হয়েছিল। ২৪১ রান তাড়া করতে নেমেই হোঁচট খায় অজিরা। ওয়ার্নার ৩ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন শামির বলে। এরপর মিচেল মার্শ ও স্টিভেন স্মিথও টিকতে পারেননি। মার্শ ১৫ বলে ১৫ ও স্মিথ ৯ বলে ৪ রান করে ফেরেন সাজঘরে। কিন্তু দেখে শুনে খেলতে থাকা ট্রাভিস হেড তার কথা মতো জয়ের দরজার কাছে এনে দেয় নিজের দলকে। চতুর্থ উইকেটে ট্রাভিস হেড ও লাবুশেন ১৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন । তাদের জুটিতে ভর করে ২০১৫ সালের পর ফের শিরোপা জিতল অস্ট্রেলিয়া। এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭,২০১৫ সালে বিশ^কাপে ট্রফি জয় করেছিল অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১২:২৫)
  • ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১