ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

 

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত ৭১৮ জন প্রার্থীকে নিয়ে আজ(১০ মার্চ) দ্বিতীয় দিনের
কার্যক্রম শুরু হয়।

সকাল ৮ ঘটিকা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ২য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষায় ৭০৭ জন অংশগ্রহণ করে এবং পরবর্তী ধাপের জন্য ৫২৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়।

আগামীকাল (১১ মার্চ) ২য় দিনের উত্তীর্ণ প্রার্থীদের Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Physical Endurance Test (PET) পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার), হেডকোয়ার্টার্স প্রতিনিধি এআইজি (এনসিবি) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব আবু সাঈদ, সুনামগঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন) জনাব আবির শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসিবুল ইসলাম, হবিগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলমসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১২:৪৮)
  • ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১