ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান,সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক দখল কোরে অবৈধ দোকানপাট ও যানবাহন উচ্ছেদ অভিযান সহ হেলমেট না থাকায় মোটরবসাইকেল আরোহিদের জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পযন্ত পৌর শহরে নিমতলা মোড় সহ গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
এসময় পৌর শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ্য স্থাপনা ও দোকানপাঠ উচ্ছেদ করেন এবং ফুটপাত দখল মুক্ত রাখতে বলেন ।
এর আগে পৌর শহরে অভিযান চালিয়ে হেলমেট ও মোটর সাইকেলের কাগজ না থাকায় সড়ক পরিবহন আইনে ৪জন মোটর সাইকেল আরোহীকে জনপ্রতি ২শ টাকা করে মোট ৮শ টাকা জরিমানা আদায় সহ সতর্ক করেন।
অভিযান পরিচালনা কালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশ্রাফুল ইসলামসহ থানাপুলিশ এবং আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন জানান,সড়কের দুইপাশের ফুটপাত দখল করে
অবৈধ্য স্থাপনা ও দোকানপাঠ গড়ে উঠার কারনে
সড়ক সংঙ্কিন্ন হচ্ছে। এতে পথচারীসহ যানবহন চলাচলে বিঘ্ন ঘটছে,দিন দিন দুর্ঘটা বাড়ছে।
তাই সড়কের পাশে ফুটপাত দখল মুক্ত রাখতে হবে এবং সেই সাথে শহর যানজট মুক্ত রাখতে যত্রতত্র যানবাহন দাড়করানো যাবেনা।
পরিবহন শ্রমিকদের সাথে কথা হয়েছে তারা কথা দিয়েছে, বাসের কাউন্টার গুলো কয়েকদিনের মধ্যেই অন্যত্র সরিয়ে নেবে বলে আশা করছি।

 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (ভোর ৫:৫৫)
  • ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১