নওগাঁয় চার্জার ফ্যানের দাম অতিরিক্ত রাখায় ৩ টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

 

অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ গরমে যখন দেশবাসী তখন কিছু অসাধু ব্যবসায়ী গরমকে পুঁজি করে নওগাঁয় চার্জার ফ্যানের অতিরিক্ত দাম রাখায় নওগাঁ জেলার সদর উপজেলায় বাটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় রাজিব ইলেকট্রনিক্সকে চার্জার ফ্যানের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে অতিরিক্ত রাখায় ৩০ হাজার টাকা নিউ মুকুল ইলেকট্রনিক্স ও হক ইলেকট্রনিক্স কে ওয়ালটন চার্জার ফ্যানের দাম সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশী রাখায় যথাক্রমে ১০হাজার ও দুই হাজার সহ মোট ৪২হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. শামীম হোসেন ও তাঁর টিম।
অভিযন চলাকালীন তিনি বলেন,জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। এবং গরমকে পুঁজি করে এ ধরণের অবৈধ কাজ করলে এক চুল পরিমাণ ও কাওকে ছাড় দেওয়া হবে না বলে সবাইকে সতর্ক করেন।

অন্তর আহমেদ
নওগাঁ ০১৭৭১০৮৮০৮

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ৯:৫৮)
  • ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১