এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-১১

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো দেশি অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব এক সংবাদ সম্মেলন ১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

র‍্যাব জানায়, আজ ১৯ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন আতুশাল এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র, ককটেল ও খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো নরসিংদীর মনোহরদী উপজেলার জামালপুর এলাকার মৃত ছায়েব আলীর ছেলে ডাকাত সর্দার মোঃ আবু বকর সিদ্দিক (৫৮), ঢাকার কদমতলী থানার মিরাজনগর ব্লক বি এলাকার মৃত আঃ করিমের ছেলে মোঃ আনোয়ার হোসেন ওরফে বাবুল (৩৫), একই এলাকার মৃত আঃ করিমের ছেলে মোঃ জব্বার ওরফে লিটন (৪৮),

খুলনার তেরখাদা থানার সেনের বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪৭), ঢাকার মদিনাবাগ এলাকার মৃত শওকত আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬), বরগুনার বামনা থানার খুচনি চুড়া এলাকার মৃত একুব আলী খানের ছেলে সজিব খান (৩০), কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার কদমচাল এলাকার মোঃ আসাদ মিয়ার ছেলে মোঃ জাকির (২৮),

সিলেটের শ্রীমঙ্গল থানার মাইজদী এলাকার মৃত জয়নাল হাজীর ছেলে মোঃ হোসেন মিয়া (৫২), নোয়াখালীর সোনাইমুড়ী থানার মিয়াপাড়া এলাকার মোঃ আবু জাফরের ছেলে মোঃ জাকির হোসেন (৩২), লক্ষ্মীপুর থানার সাকচর এলাকার মোঃ আমির উদ্দিন ওরফে আমিরুলের ছেলে মোঃ রিপন (২৭) ও মুন্সিগঞ্জ জেলার গোয়াবাড়ী এলাকার মৃত মনা মিয়ার ছেলে মোঃ সবুজ (৩৮)।

র‍্যাব জানায়, অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৫৪ টি ককটেল, ৪ টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ১টি খেলনা পিস্তল এবং ১টি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ১০:৫৫)
  • ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১