পিরোজপুরে ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টায় পৌর এলাকার নামাযপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার উত্তর নামাজপুর এলাকার মোঃ শাহ আলম মোল্লার পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান হাসিব ও একই এলাকার মোঃ তৌহিদ শেখ এর পুত্র মোঃ তাইজুল ইসলাম শেখ।

জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর নামাজপুর এলাকার ময়দার মিলের সামনে ২ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে এসআই মোঃ নুরুল আমিন হাওলাদার এর ফোর্স নিয়ে আসামীদেরকে আটক করি। এ ঘটনায় এসআই মোঃ নুরুল আমিন হাওলাদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদ্রকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। তিনি আরও জানান, আমাদের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান স্যারের নির্দেশে আগামী দিনেও আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ৬:৩৬)
  • ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ