রাউজানে নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

 

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে নকল, ভেজাল আনরেজিষ্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিক এর যৌক্তিক ব্যবহারে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর শনিবার পৌরসভার হল রুমে চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে ও রাউজান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সার্বিক ব্যাবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সমিতির যুগ্ম সম্পাদক সুবীর শীল সাগরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ সাখাওয়াত হোসেন রাজু আকন্দ। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রসূন কান্তি দাশ দোলন। বক্তব্য রাখেন সমিতির সহ সাংগঠনিক সম্পাদক লক্ষী কান্তি দাশ, মো: খালেদ আনছারী, টিপু দেবনাথ, মো: গোলাম মোস্তফা, ডা: টিংকু দাশ গুপ্ত।প্রধান অতিথির বক্তব্যে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,যারাই নকল,ভেজাল আনরেজিষ্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।নির্ধারিত মূল্যে যাতে মানুষ ঔষধ কিনতে পারে সে ব্যাপারে রাউজান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৯:৫২)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১