লাখো ভক্তের মহাসমারোহে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী’র ওরশ সম্পন্ন

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ:) ও বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র উজ্জ্বল নক্ষত্র মারাজার বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৪তম ওরশ শরীফ মহাসমারোহে মাইজভাণ্ডার দবরার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে অনুষ্টিত হয়। এ উপলক্ষে‘ গতকাল মঙ্গলবার রাতে দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় ‘শান্তি কুঞ্জ ময়দানে অনুষ্ঠিত কেন্দ্রীয় আলোচনা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশিন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান (ম:জি:আ)।এসময় তিনি বলেন,মজলুম মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় দুস্থ মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জিত হতে পারে।মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শাহাজাদা সৈয়দ আহম্মদ মুনতাজির জিয়া মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।মিলাদ মাহফিলে দেশ বরন্য আলেম ওলামাগণ তকরির করেন।লাখো আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠে মাইজভাণ্ডার দরবার শরীফ।ওরশ শরীফে আগত লাখো আশেক ভক্ত-মুরিদ ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করেন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসানমাইজভাণ্ডারী (মা:জি:আ:)। জিকির, মিলাদ মাহফিল ও আমিনের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো মাইজভাণ্ডার দরবার।ওরশ শরীফকে ঘিরে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে।মোনাজাত শেষে আগত ভক্ত-মুরিদ,আশেকদের তবরুক দেওয়া হয়।
এছাড়াও ওরশ উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ কর্তৃক ৮ দিনব্যাপী কর্মসূচী পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৯:১৬)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১