সিংড়ায় মহাসড়কে অভিযান, জরিমানা আদায় ইউএনও’র

শহিদুল ইসলাম সুইট, সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ
নাটোর-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করে ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌর শহরের বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় অবৈধ যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন ও ইন্স্যুরেন্সের কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম এর ভ্রাম্যমাণ আদালত।

এসময় একটি বাস ও চারটি মোটরসাইকেলকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পৃথক ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। এতে প্রতিদিনই মানুষের প্রাণহানীসহ গুরুতর আহত হওয়ার মতো ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে ও অবৈধ যান চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদ ও টিএএসআই আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১১:৩৯)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১