চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র নারী দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক:
প্রতি মাসেই নারীদের সম্মানে এবং নারীদের উন্নয়নে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা” । আজ বুধবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “আমরা নহে দেবী নহে সামান্য নারী আমরা নারী আমরা পারি আমরাই বিজয়ী” শিরোনামে মতবিনিময় ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (৮ই মার্চ) সকাল ১১ টায় বিজয়ী এর কার্যালয়ে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানসহ নারী উদ্যোক্তারা কেক কেটে নারী দিবস উদযাপন করে। নারীদের উন্নয়ন, অগ্রগতি, সক্ষমতা, সুস্থতা এবং তাদেরকে উৎসাহিত করতে দীর্ঘ তিন বছর ধরে কাজ করে যাচ্ছে বিজয়ী প্ল্যাটফর্মটি।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস
এ বছর বিশ্ব নারী দিবস প্রতিপাদ্য হল-
ডিজাইন প্রযুক্তি ও উদ্ভাবন
জেন্ডার বৈষম্য করবে নিরসন।
বিশ্ব নারী দিবসের যথার্থতা অর্জন করতে আমার একান্ত মতামত হল-

নারী ও পুরুষের মধ্যে প্রতিযোগিতা বা বৈরি থাকলে চলবে না; একে অন্যের সহযোগী হতে হবে। পুরুষকে নারীর প্রতি সংবেদনশীল ও শ্রদ্ধাশীল হতে হবে। নারীকে পুরুষের চেয়ে ‘দুর্বল ও অধম’ ভাবার একটি চর্চা পুরুষতান্ত্রিক সমাজে রয়েছে; এর বদল দরকার। পুরুষ কেবল প্রেমেই নারীর কাছে আত্মসমর্পণ করে, এ ছাড়া অন্যকিছুতে নয়; জীবনে নয়, কর্মে নয়। কিন্তু পরিবারে-সমাজে-রাষ্ট্রে নারীর তুলনাতীত ভূমিকা বা অবদানের কথা স্বীকার করা উচিৎ। নারীর কাছে শুধু প্রেমে নয়, শ্রদ্ধায়ও নতজানু হওয়া চাই। এই বোধ যেদিন পুরুষের হবে, সমাজের হবে, সেদিন সমাজ বদলাবে- এর আগে নয়।

এজন্য আমাদের সবাইকে নিজেদের প্রথাগত ও অনুদার মানসিকতা বদলাতে হবে। আর এজন্য সবার আগে দরকার এ বিষয়ে সচেতনতা; হোক না তা নারী দিবসকে কেন্দ্র করেই এই সচেতনতার শুরুটা।

কুসিকাটার ব্যবস্থাপনা পরিচালক নুসরাত তানিয়াকে নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা তুলে দেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

এ সময় উপস্থিত ছিলেন মডারেটর রিংকি হাওলাদার, উম্মেহানী, মাহমুদা আক্তার, তাসলিমা মুক্তার,শিউলি আক্তার, মেহজাবিন ঝুমুর, সামিয়া রহমান,মুন্নি আলিসা,মুক্তা আক্তার, মরিয়ম আক্তার, জান্নাত আক্তার নিলি,মিনা আক্তার,রিনা আক্তার,শান্তা আক্তার, সামিয়া খান,নূসরাত জাহান,অনুরাধা দাসসহ বিজয়ী এর সদস্যগন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ৯:২০)
  • ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১