রাউজান রাবার বাগানে ২০০ একর জায়গা উদ্ধার করে ৫০ একরে নতুন বাগান সৃজনের উদ্যোগ

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজান রাবার বাগানের বিপুল পরিমাণ জায়গা জবর দখলে রেখেছেন প্রভাবশালীরা। জবর-দখলকারীদের উচ্ছ্বেদ করে বাগান সৃজনের উদ্যোগ নিয়েছে বাগান কর্তৃপক্ষ। রাউজান রাবার বাগানের বেদখলে থাকা ২০০ একর জায়গা উদ্ধার করে ৫০ একর জমিতে বাগান সৃজন করার উদ্যোগ নেয়া হয়েছে। বাগান সৃজনের অংশ হিসেবে গতকাল বুধবার চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাবার বাগান বিভাগের চট্টগ্রাম জোনের মহা ব্যবস্থাপক মকবুল হোসেন। সংশ্লিষ্ট সূত্র মতে,  চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা এবং রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ১৮ হাজার ৬৭ একর পাহাড়ী অঞ্চলে রাউজান রাবার বাগান অবস্থিত। বর্তমানে বাগানটিতে প্রায় ১ লাখ ৯২ হাজার ৪৬৫ টি রাবার গাছ রয়েছে। এরমধ্যে ৭৩ হাজার ৯০ টি গাছ হতে নিয়মিত রাবার কষ সংগ্রহের মাধ্যমে কাঁচা রাবার উৎপাদন করা হচ্ছে।  নব-নিযুক্ত ব্যবস্থাপক মো. রুহুল আমীন বলেন, অন্যান্য সরকারী ভূমির মতই বাগানটিতে রয়েছে জবর-দখলের ঝামেলা। বিভিন্ন দখলীয় জমি উদ্ধার করে নতুন বাগান সৃজন করা হচ্ছে। চলতি অর্থ বছরে কাউখালী উপজেলার খাশখালী মৌজার মোনাইপাড়া নামক স্থানে প্রভাবশালীদের নিকট থেকে বাগানের দখলীয় জায়গা উদ্ধার করে নতুন বাগান সৃজনের কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, যারা রাবার বাগানের সরকারী ভূমি দখল করে সরকারী কাজে প্রতিবন্ধকতা তৈরী করছেন তারা মূলত জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে প্রতিবন্ধকতা তৈরী করছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ১১:০৫)
  • ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই জিলহজ, ১৪৪৫ হিজরি
  • ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০