ফুলবাড়ীতে ভিটামন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ভিটামন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
মেডিকেল অফিসার ডা.রকিবুল ইসলাম, ডা.সাবরিনা ইয়াসমিন, ডেন্টাল সার্জন
ডা.সাজেদুর রহমান সাজু, মেডিকেল টেকনোলজিষ্ট
(ইপিআই) সাইফুল ইসলাম,স্বাস্থ্য পরিদর্শক কাতক চন্দ্র সাহা সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাগণ।
মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) সাইফুল ইসলাম জানান, ছয় থেকে এগারো মাস বয়সী উপজেলার ১৫শ ৩জন শিশুকে (নিল) রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১৩হাজার ৫০২জন শিশুকে (লাল) রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে পৌর এলাকায় ৫শ জন শিশুকে নিল রঙের এবং ৫হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
পৌরসভা ও স্বাস্থ্য কমপ্লেক্স দুটি স্থায়ী কেন্দ্র সহ উপজেলার ১৯২টি অস্থায়ী কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই কার্যক্রম চলবে।
তিনি বলেন,যে শিশুরা বাদ পড়বে তাদের নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে অথবা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এই ক্যাপসুল খাওয়াতে পারবে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল :০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (দুপুর ২:০৯)
  • ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০