কবিতা: ডেঙ্গু জ্বর আতঙ্ক- বি এম ওমর ফারুক

এডিস মশা কামড় দিলে ভাই ডেঙ্গু জ্বর হয়,
সেই জ্বরেতে মানুষ মরে তাইতো সবার ভয়।
ইন্দিরা বা ডোবার জলে -এডিস মশার বংশ ফলে,
সাবধান হও সকলে-মশা থেকে বাঁচতে হলে।
ডেঙ্গু জ্বর হয় অারবো নামক ভাইরাস দ্বারা,
এই রোগের চারটি ধারা প্রথম টিতে যায় সাড়া।
একাধিক ভাইরাসে হেমোরেজিক ডেঙ্গু জ্বর হয়,
মারাত্মক যদিও হসপিটালে নিলে যাবে কেটে ভয়।
লক্ষণ হলো -মাথা, চোখ, মেরুদন্ডের হাড় ব্যথা,
বুমি ভাব, কালো মল, রক্তক্ষরণ হবে মোদ্দাকথা।
ডেঙ্গু জ্বরের তাপমাত্রা হয় ১০৪-১০৫ডিগ্রি,
লক্ষণ মিলে ডাক্তারের শরণাপন্ন হও শিঘ্রি।
জল জমতে দিওনা -পরিষ্কার রাখবে আঙ্গিনা,
মশার ভয়ে মশারিতে, বন্দী হয়ে কেউ থাকবো না।
এই জনমে কে শুনেছে, মানুষকে মারে মশা,
মশা কে মেরেছে মানুষ, থাকলে গায়ে বসা।
সতর্ক থাকলে ডেঙ্গুজ্বরে, ভয়ের কিছু নাই,
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে, চলো সবাই যাই।
,

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ১১:১৭)
  • ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১