কবিতা: জীবন- সাখওয়াত জামিল সৈকত

কখনো কখনো মানুষ মরে গিয়ে বেঁচে যায়

বাঁচার তাগিদে দিন দিন মরে যায়,

মরে গিয়ে কেউ শহিদ হয়,

কেউ কেউ গাজি হয়,

বাঁচতে বাঁচতে মানুষ বেঁচে থাকতে ভুলে যায়,

মরতে মরতে মানুষ বাঁচতে শিখে যায়

কভু কভু মানুষ মরে গিয়ে বেঁচে রয়,

কভু কভু মানুষ বেঁচে থেকে পঁচে যায়“।

 

লেখক পরিচিতি:

সাখওয়াত জামিল সৈকত, উপজেলা নির্বাহী অফিসার চাঁদপুর সদর,চাঁদপুর। অচেনা যাদুকর বইটি থেকে সংগৃহীত কবিতা। বইটি রকমারি.কমে পাওয়া যাবে।

https://www.rokomari.com/book/226970/ochena-zadukar

 

সারমর্ম:

আরাধনা, আরতি ও নব্যুয়ত.. তিন অধ্যায়ে প্রেম ও পরিবর্তনের এক মুগ্ধ ধারা বয়ে চলে অচেনা যাদুকর জুড়ে। সাখাওয়াত জামিল সৈকত অনায়াসে এই বইয়ের কবিতাগুলোতে অতিমারীর সম্মিলিত অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন ব্যক্তিগত আবেগ ও একান্ত উদ্বেগে। প্রেমের অনুভূতি এখানে সংকটের, একজন ‘তুমি’ আদতে অসংখ্য। অনুতাপ, আবদার ও অনুযোগের সাবলীল প্রকাশে কবিতাগুলো অনন্য এক ‘মহাফেজখানা’ হয়ে ওঠে।
একটা পর্যায়ে গিয়ে ব্যক্তি ডুবে যায় পরিবর্তন আর ধ্বংসের অতলে। জীবনের সামগ্রিক দর্শন আর অভিজ্ঞতার আয়না হয়ে ওঠে সবথেকে মুখ্য। রোগ, রাজনীতি, দুর্যোগের ঢেউয়ে ভেসে যায় গীতল আলাপগুলো। তিন স্রোতের মোহনায় কেবল সমকাল বাধ্য-অনুগত হয়ে দাঁড়িয়ে থাকে। পরীক্ষা, পুরাণ ও সুফিবাদের আগুন পার হয়ে অবশেষে একজন যাদুকরের দেখা মেলে। আমরা কেউ তাকে চিনতে পারি না, আমাদের দগ্ধ চোখ যদিও তার পরিচয় কোনোমতেই মুছতে পারে না।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৮:৫৬)
  • ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১