বগুড়ার শাজাহানপুরে ৮০০ পিস ইয়াবা সহ শাওন গ্রেফতার

শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য বসত বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে মোমিনুল ইসলাম ওরফে শাওন(৩২) নামের এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার  (১২ মে) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডোমনপুকুর টিকাদারপাড়া এলাকায় তার নিজ বাড়িতে থানা পুলিশ  অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা  সহ মৃত আঃ সামাদ ছেলে মোমিনুল ইসলাম ওরফে শাওনকে গ্রেফতার করে।

পুলিশ জানায় , মাদক বেচাকেনার কাজে ব্যবহত ৪ টি মোবাইল ফোন, ১টি সিসি ক্যামেরা,১ টি মোটরসাইকেলসহ ১৩ হাজার  ৬০০ টাকা জব্দ করা হয়।

থানা পুলিশের এস আই হাফিজুর রহমান জানান, গ্রেফতার এড়ানোর জন্য শাওন নিজ বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুরচা ও পাইকারী মাদক বিক্রয় করে আসছিলেন। অভিযানের সময়  সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পয়ে তিনি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার করা হয়। ।

শাজাহানপুর থানার  ইন্সপেক্টর (তদন্ত)  আব্দুর রউফ জানন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালত মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (রাত ১১:৫৯)
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০