কবিতাঃস্বপ্নের পদ্মা সেতু- কবি ফয়েজ খান

স্বপ্নের পদ্মা সেতু
ফয়েজ খান

আলহামদুলিল্লাহ কত চড়াই-উৎরাইয়ের
পরে এখন দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু,
কত  আমলা এমপি মন্ত্রীরা
করেছিল লোভ হয়েছিল ভীতু,
কত ঝড় ঝাপটা এল উন্নয়নের
যাত্রাকে থমকে দেওয়ার জন্য,
ধন্য তুমি বঙ্গজননী সত্যিই তুমি ধন্য,
তোমার উদাত্ত চিন্তা-চেতনার ফল
ও ফসল হলো আজ এই বাংলার উন্নয়ন,
যতদিন থাকবে স্বাধীন ও সার্বভৌম এ দেশ
হতে দিব নাকো এই উন্নয়নের ধারাকে বিসর্জন,
কত শ্রমে-ঘামে কত অবর্ণনীয় পরিশ্রমে
আজ আমরা বিশ্বের এক রোল
মডেল হিসেবে পরিগণিত,
উন্নয়নের ধারাকে বন্ধ করতে পারে নাই
তারা অবশেষে হয়ে গেছে বিস্মিত,
মাননীয় প্রধানমন্ত্রী তোমার একনিষ্ঠ
কর্মদক্ষতায় আজ আমরা
একটি সুন্দর অবস্থানে ,
স্বাধীনভাবে মাথা উঁচু করে বলতে
পারব কথা হৃদয়ে বাজবে আনন্দের
বন্যা মনটা ভরে যাবে সম্মানে,
কত ঝড় ঝাপটা কত প্রাকৃতিক
দুর্যোগ কত দুর্ভিক্ষ আমাদের মাঝে এল,
ইনশাল্লাহ তোমার একচ্ছত্র নেতৃত্তের ফলে আমাদের মাঝ থেকে সমস্ত ঝামেলা বিদায় নিল,
তোমার লড়াকু জীবনযাপনের জন্য
তুমি আজ বিশ্বের রোল মডেল,
তুমি আমাদের পরবর্তী প্রজন্মের
জন্য হয়ে থাকবে বিশ্বের শ্রেষ্ঠ আইডল।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (ভোর ৫:৫২)
  • ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১