আবার আসিল ভোরের কল্লোল মুক্তিযুদ্ধের চেতনায় সতেজ
পূর্ণতায়, উজ্জীবতায় আর নানা উচ্ছ্বাসে চাঁদপুর কলেজ।
সৃষ্টির বৈচিত্র্যে আকাশ জুড়ে জ্ঞান আর শিক্ষা
গভীর প্রত্যয় আর নব প্রয়াসে ভরপুর দীক্ষা।
ছিয়াত্তরে দুর্বার আন্দোলন আশিতে পেল তারই অর্জন
সৃষ্টিশীল বন্দনা মনের মাধুরীতে কালজয়ী অভিবাদন।
জীবন যেখানে ভরা যৌবন কলেজ প্রাঙ্গণে নব উল্লাস
বিশাল নান্দনিকতায় আর শৈল্পিকতায় দিকে দিকে নব উচ্ছ্বাস।
ইতিহাস ঐতিহ্যে মুক্ত পাখির মতো ইচ্ছে পাখায় ঘুরে বেড়ায়
জীবন উদ্দীপনায় কোলাহল জাগে প্রকৃতির পূর্ণতায়।
প্রতিভার জটিলতায় জীবন ক্যানভাস নিপুন চারুকলায়
ঝরা পাতায় নব শিহরণ বিকশিত সফলতায়।
হৃদয় ভরা সীমাহীন অনুভূতি ইলিশের চাঁদপুরে
পল পল অবিরত প্রাণ ছোয়া নব রূপ্রান্তরে মেঘনা ডাকাতিয়া তীরে
কালের প্রদীপ শিখা পূর্ণ হাতে বিশুদ্ধতার চাদরে।
সবুজ চত্বরে দুরন্তময় অনুভূতি জগতের অন্বেষণে
আকাশ বাতাস জুড়ে উৎফুল্লতা নব প্রাণের স্পন্দনে।